চরফ্যাশন পৌরসভার ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে আছেন যেসকল কর্মর্কতা

আমিনুল ইসলাম, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন পৌরসভার ৯ টি ওয়ার্ডের জনসাধারনকে সেবা প্রদানের জন্য দায়িত্ব পালন করছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা।

গত ২৬ সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম চালু করার আদেশ দিয়েছেন স্থানীয় সরকার অধিদপ্তর ।

বর্তমানে অনেক সাধারন মানুষ জানে না যে, তাদের এলাকার দায়িত্বে কে রয়েছেন, কার কাছে গেলে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

এই বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, স্থানীয় সরকারের নির্দেশে চরফ্যাশন পৌরসভার সাবেক জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করতে পারবে না। জনপ্রতিনিধিদের অর্বতমানে দায়িত্ব পালন করবেন বিভিন্ন সরকারি কর্মকর্তা।

জানা যায়, চরফ্যাশন পৌরসভার প্রশাসকের কার্যসম্পাদনে সহায়তা প্রদানের জন্য ১ ও ৩ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী, এলজিইডি। ৪ ও ২ নং ওর্য়াডে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। ৫ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ৬ ও ৯ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। ৭ ও ৮ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং পৌরসভার সকল ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন থানা ভারপ্রাপ্তকর্মকর্তা।

পৌরসভার ওয়ার্ডগুলোতে দায়িত্বে থাকা এসকল কর্মকর্তাদের মাধ্যমে এলাকার সাধারন মানুষ আগের মতো সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
উপজেলা প্রশাসন চরফ্যাসন ভোলা