চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট ছালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোজাম্মেল হক নির্বাচিত হয়েছে।
আজ ১৪ আগস্ট সকালে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টা থেকে ভোট শুরু হয়ে চলে ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষেই ঘোষণা করা ফলাফল। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩জন।
আইনজীবী সমিতির ভোটার সংখ্যা কম হলেও নির্বাচন পরিচালনা কমিটি, আইনজীবী, আইনজীবী সহকারী, আইনশৃংখলা বাহিনী সহ উৎসুক জনতার ভীড় ছিল লক্ষ্যণীয়।