মোঃ শাহাবুদ্দিন শুভ, চরফ্যাশন: সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ, চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির নির্দেশক্রমে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের ৩ সাংগঠনিক সম্পাদকের মধ্যে এলাকাভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব বন্টণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি স্বাক্ষরিত এক পত্রে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।
যেসব এলাকায় যাকে দায়িত্ব দেয়া হয়েছে:
বাংলাদেশ আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ সবুজকে- আমিনাবাদ, চর কলমী, রসুলপুর, আসলামপুর, হাজারীগঞ্জ, ঢালচর, নজরুল নগর ও ওমরপুর ইউনিয়ন এর দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস,এম, মোরশেদকে- চরফ্যাসন পৌরসভা, ওসমানগঞ্জ, চর মাদ্রাজ, এওয়াজপুর, আবুবকরপুর, আবদুল্লাহপুর ও চর কুকরী মুকরী ইউনিয়ন এর দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের চরফ্যাশন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্লাহকে- জিন্নাগড়, নীলকমল, নুরাবাদ, চর মানিকা, জাহানপুর, মুজিব নগর, ও আহাম্মদপুর ইউনিয়ন এর দায়িত্ব দেয়া হয়েছে।
চট্টলানিউজ/এসআর