ঘিওরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অহিদুর রহমান  : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঠইমুড়ি মাঝার প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখা এই কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রনুর সহধর্মীনি হিউম্যান রাইটস ওয়াচ কমিশনের ঢাকা মহানগর কমিটির জেনারেল সেক্রেটারী মারজান-নূন-নাহার।

মানবাধিকার কমিশনের ঘিওর উপজেলার সভাপতি মহিদুর রহমান সূর্যের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস নীনা রহমান, মানবাধিকার কমিশনের জেলা সভাপতি নূরুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ওই এলাকার তিন শতাধিক মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মারজান-নূন-নাহার বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই অসহায় দু:স্থ মানুষের পাশে রয়েছে। দেশের যে কোন প্রতিকূল অবস্থায় গ্রুপটি সাধারণ মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়।

সব খবর/  মানিকগঞ্জ/ ঘিওর/ ২০ জানুয়ারি/ লিটন