স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওরে বৈন্যা রহিজ মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো:আব্দুল লতিফের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,উপদেষ্টামন্ডলীর সদস্য ভজন কুমার সরকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আতোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু,ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো:ফারুক মিয়া, পৌর আ’লীগের সহ-সভাপতি শামীম পাঠান,যুবলীগ নেতা ইফতি আরিফ,মফিজুর রহমান অনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনিরুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মাহমুদ আব্বাস আকাশসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দুর্জয় বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্টে একটি স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদেরকে প্রতিহত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করে গড়ে তুলতে হবে। তিনি উন্নয়নশীল দেশের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মার্চ ২০১৮/ লিটন