স্টাফ রিপোর্টার : ঘিওর উপজেলার সিংজুরি আবাসন এলাকায় কালীগঙ্গা নদীর ওপর একটি মাত্র সেতুর অভাবে বহু বছর ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সেতুর অভাবে জেলা সদর ও উপজেলার সাথে যোগাযোগে ভিন্নপথে চলতে হয় আশেপাশের অনেক গ্রামের বাসিন্দাদের।
অবশেষে স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ওই এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে।
রবিবার বিকেলে বিলনালাই সিংজুরি ইউপি ভায়া বৈকুন্ঠপুর বালিয়াবাঁধা সড়কে কালীগঙ্গা নদীর ওপর ৩১৫ মিটার দৈর্ঘ্যরে সেতুটির লেআউট প্রদান করা হয়। খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ের সেতুটির কাজ শুরু হবে।
লেআউট প্রদান অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ, জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সহ-সভাপতি মহিদুর রহমান সূর্য্য, আতোয়ার রহমান, দৌলতপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্জয় বলেন, বর্তমান সরকার জনগনের উন্নয়নের কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে এখানে সেতু নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণ হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমে যাবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
সব খবর/ মানিকগঞ্জ/ ১১ মার্চ ২০১৮/ লিটন