স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওরে অটোবাইকে গলার ওড়না পেঁচিয়ে খাদেজা খানম এ্যানি (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার সিংজুরী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুণ্ঠপুর গ্রামের প্রবাসী মিন্টু মিয়া গত তিন দিন আগে দেশে ফিরেছেন। তাই স্ত্রী খাদেজা খানম এ্যানি ও দুই বছরের একমাত্র পুত্র সন্তান এবং ছোট ভাই ও মাকে সাথে নিয়ে নানার বাড়ি একই ইউনিয়নের পাশের গ্রাম কাশেমপুর গৃহবধুর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নানার বাড়ি থেকে উপজেলার ঘিওর সদরে বাবার বাড়িতে ফেরার পথে অটো বাইকে চড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তার গলার ওড়না হ্যালো বাইকের ইঞ্জিন সেফের মধ্যে জড়িয়ে যায়। পরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১২ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন