স্টাফ রিপোর্টার : দল থেকে সরে দাঁড়ালেন গনফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
শনিবার সকালে মানিকগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। সেই সাথে আপাতত তিনি কোন রাজনৈতিক দলেও যোগ দিচ্ছেন না বলে জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ১৯৬৩ সালে তিনি বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। পরে আওয়ামীলীগে যোগ দিয়ে ১৯৬৮ সালে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে মুজিব বাহিনীর জেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-সাটুরিয়া (মানিকগঞ্জÑ৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৮ থেকে ৮১ সাল জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে থেকে ৯২ সাল পর্যন্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ডঃ কামাল হোসেন গনফোরাম গঠন করলে তিনি ওই দলে যোগ দেন। দল থেকে পদত্যাগের আগ পর্যন্ত মফিজুল ইসলাম খান কামাল গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মফিজুল ইসলাম খান কামাল বলেন, সরাসরি কোন রাজনৈতিক দলে না থাকলেও রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সন্ত্রাস, লুন্ঠন, অন্যায়, অত্যাচার বন্ধ এবং মানবিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিকে ঐক্যবন্ধ করতে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন। জাতীয় ভাবে না হোক মানিকগঞ্জের পরিসরে সবাইকে ঐক্যবন্ধ করতে কাজ করে যাবেন বলে তিনি জানান।
আওয়ামীলীগের ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১, ৮২ ও ৮৩ সালে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বঙ্গবন্ধুর পরিবারের সাথে তার পরিবারের একটি সুসম্পর্ক রয়েছে। আওয়ামীলীগের ফেরার ব্যাপারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো কথা হয়নি।
গণফোরাম থেকে সড়ে দাঁড়ানো উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে গণফোরামের কোনো নেতা উপস্থিত না থাকলেও আওয়ামীলীগ, জাসদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জকি, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যার্টাজি, অধ্যক্ষ আবুল ইসলাম শিকাদার, অধ্যক্ষ উর্মিলা রায়, পৌর সভার সাবেক সচিব আব্দুল আজিজ প্রমূখ।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন