কামরুল হাসান খান: শিক্ষার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তাই জাতীয় জীবনে এর গুরুত্ব বাড়াতে সকলকে ভূমিকা রাখতে হবে।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক , মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।
এসময় জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সম্মানিত সদস্য মো:আব্দুল খালেক বিএসসি, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,ঘিওর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, সহ-সভাপতি আতোয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার শামীম, ঘিওর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ বেপারী,ঘিওর উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মিরাজ হোসেন লালন ফকিরসহ আ’লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।