
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রাইভেট বহু মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে আদৌ কোনো পড়াশুনা হচ্ছে কি না, কি পড়াশুনা হচ্ছে। সত্যিকারের ডাক্তার তৈরি হচ্ছে নাকি রোগী মারা ডাক্তার হচ্ছে। সেটিও আমাদের দেখা দরকার।’
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল ও ডক্টরস ডরমেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পারবে সেটা নজরদারিতে রাখতে। যাতে একটা মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। সেই ব্যবস্থা করে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই।’
আগামীতে ক্ষমতায় এলে প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।