কোয়েল খামারে সফল আইরিন

স্টাফ রিপোর্টার : আত্মবিশ্বাস আর প্রচেষ্টা থাকলে অনেকভাবেই আয় করা যায়। আর সেই বিষয়টিই প্রমাণ করেছেন আইরিন নামের এক গৃহবধু। কোয়েল পাখির খামার করে এলাকার বেকারদের মধ্যে সাড়া জাগিয়ে নিজে হয়েছেন স্বাবলম্বী।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মীর মোলায়েমের স্ত্রী আইরিন আক্তার। ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পরেই তাকে গড়তে হয় স্বামীর সংসার। প্রচন্ড আগ্রহ থাকার পরও ক্ষুদ্র ব্যবসায়ী স্বামীর সংসারে পড়াশোনাটা আর চালানো সম্ভব হয়নি। সেই থেকেই আইরিনের ইচ্ছা ছিল ঘরে বসেই কিছু একটা করার।

আইরিন জানান, পত্রিকার পাতায় কোয়েল পাখির প্রতিবেদন দেখে খামার করার ইচ্ছা জাগে তার। সেই ধারাবাহিকতায় দুই বছর আগে নিজ বাড়িতে তিনি গড়ে তোলেন মীর কোয়েল ফার্ম। ১০০ কোয়েল পাখি দিয়ে শুরু করা তার খামারে এখন পাখির সংখ্যা ৩ হাজার। ৭ হাজার টাকার পুজি বেঁড়ে দাঁড়িয়েছে কয়েক লাখ টাকায়। প্রতিমাসে তার খামারে পাখির খাবার ও ঔষধ বাবদ খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। প্রতিমাসে তিনি প্রায় দেড় লাখ টাকার টাকার ডিম বিক্রি করে থাকেন। তার থেকে খরচ বাদ দিয়ে যা থাকে তাই তার মাসিক আয়। যশোর থেকে আনা ৩৫ টাকা দামের প্রতিটি পাখি এক মাসের মধ্যেই ডিম দিয়ে থাকে। প্রতিহালি ডিম বিক্রি হয় ১০ টাকা দরে।

তিনি জানান, কোন রকম প্রশিক্ষণ ছাড়াই তিনি কোয়েল পাখির খামার গড়ে তোলেন। যাদের কাছ থেকে তিনি পাখি ক্রয় করেন মূলত তাদের কাছ থেকেই তিনি এই বিষয়টি জেনেছেন। সংসারে স্বামীকে সহযোগিতা করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন।
আইরিন জানান, যে শিক্ষাগত যোগ্যতা তার রয়েছে তাতে করে কোন চাকুরী করা সম্ভব না। তাছাড়া অনেক শিক্ষিতরাই উচ্চ শিক্ষা নিয়ে বেকার জীবন যাপন করছেন। অথচ তিনি বাড়িতে বসেই মাসে ৬০/৭০ হাজার টাকা আয় করছেন।

আইরিনের স্বামী মীর মোলায়েম জানান, তার স্ত্রী সংসারের সব কাজের পাশাপাশি খামার করে সংসারে আর্থিক স্বচ্ছলতা এনেছে। নিজের ক্ষুদ্র ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে তিনিও স্ত্রীকে খামারের কাজে সহযোগিতা করেন।

প্রতিবেশী মো. আলী জানান, আইরিন একজন নারী হয়ে খামার স্থাপন করে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে এনেছে। তার এমন উদ্যোগ স্থানীয় যুবক যুবতীরা উৎসাহিত হবে। তিনি বেকারদের ঘরে বসে না থেকে এমন উদ্যোগী হয়ে কাজে নেমে পড়ার পরামর্শ দেন। এতে করে বেকারত্ব ঘুচবে, পাশাপাশি বেকারদের আর সংসারের বোঝা হয়ে থাকতে হবেনা।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৯ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন