মাহমুদা শিকদার, গাজীপুর : শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ গাজীপুর এর ভান্নারা গ্রামে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এ আউট রিচ হেলথ সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষণা হয়েছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেবার যে অঙ্গীকার করেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এর আউট রিচ হেলথ সেন্টার সেই অঙ্গীকার এরই প্রতিফলন।
ভান্নারা গ্রামে ১৫ কিমি এর মাঝে চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগ উপযোগী করার জন্য এই আউট রিচে প্রতি শুক্রবারে থাকবে ১ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক, ফার্মেসী ও ল্যাব এর সুবিধা । এ আউট রিচ হেলথ সেন্টার এর মাধ্যমে এখন থেকে এই গ্রামের মানুষের মাঝে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
আউট রিচ হেলথ সেন্টার এর উদ্বোধনি অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় । এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তৌফীক বিন ইসমাইল।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব মোঃ জোহার ইসমাইল গাজীপুর এর ভান্নারা গ্রামে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এ আউট রিচ হেলথ সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষণা করেন । এরপর হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান এর সমাপনী বক্তব্য দিয়ে উদ্বোধনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে পি জে এর নির্বাহী পরিচালক মোঃ জোহর ইসমাইল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তৌফিক বিন ইসমাইল , মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান , প্রধান অর্থ কর্মকর্তা নুরাদিলা বিনতি শুইব, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
এছাড়া উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এর প্রধান জনাব মোঃ সুজন মাহমুদ, অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী, এলাকাবাসী ও রোগীগণ।
সব খবর/ গাজীপুর/ ৬ মে ২০১৮/ লিটন