চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সিকে (৫২) গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে শহরের পাকা মসজিদ এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় পুলিশ তার স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ফেন্সির স্বজনরা অভিযোগ করে সাংবাদিকদের জানিয়েছে, জহিরুল ইসলাম কয়েক বছর আগে আরেকটি বিয়ে করেছেন। সেটি নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। দ্বিতীয় বিয়ে নিয়ে ঝামেলার কারণেই তার স্বামী পূর্বপরিকল্পিত ভাবে ফেন্সিকে হত্যা করেছে।
তবে, ফেন্সির স্বামী জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। বাসায় এসে তিনি রুমের দরজা খোলা দেখতে পান এবং তার স্ত্রীর মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
সব খবর/ চাঁদপুর/ ৫ জুন ২০১৮/ লিটন