স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে কবি জাহানারা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ হান্জালা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শারমিন ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিমুজ্জামান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরেফিন রেজওয়ান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব এবং প্রধান শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ৩ মার্চ ২০১৮/ লিটন