চট্টলানিউজ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহিবুল আলম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মুহিবুল আলম কুলাল পাড়ার মীর কাশেমের পুত্র।
শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনায়।
জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯) জাদিমোরা ওমর খালের উপরের ব্রিজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটরসাইকেলের সঙ্গে (কক্সবাজার-হ-১১-৪৩৭৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহিবুল আলম (২৬) মারাত্মক আহত হন। এ সময় পার্শ্ববর্তী লোকজন ও বাসের যাত্রীরা নেমে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।