ওজনে কম দেওয়ায় দুই দোকানে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকায় চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে ২ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ভেজাল ও বাজার পরিদর্শন মুলক অভিযানের অংশ হিসেবে বুধবার হরিণাকুন্ডুতে অভিযান চালানো হয়। ওজনে কম দেওয়ার অপরাধে আইয়ুব খাদ্য ভান্ডারে ৫ হাজার টাকা ও সুমাইয়া খাদ্য ভান্ডারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হরিণাকুন্ডু উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আঃ লতিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সব খবর/ ঝিনাইদহ/ ২৩ মে ২০১৮/ লিটন