
মেট্রোরেলের নিরাপত্তায় ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি স্টেশনে একটি করে ডিজি-বক্স রাখতে এটুআইয়ের সঙ্গে চুক্তিও করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, পুলিশের স্বতন্ত্র বিশেষ এমআরটি ইউনিট মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন হচ্ছে। এর জন্য তৈরি হবে ৩৫৭টি পদ। এসব পদের মধ্যে পুলিশ ক্যাডারের ৩টি ও নন-ক্যাডারের ৩৫৪টি পদ থাকবে। মেট্রোরেলের যদি নতুন লাইন স্থাপিত করা হয় তাহলে আরো পদ সৃষ্টি করা হবে।
নতুন এই ইউনিটের পুলিশ কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ৬০ জন ও এমআরটি লাইন-৬ বা উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজ করবেন ২৯৭ জন। লাইন-৬ সম্প্রসারণ ও নতুন লাইন স্থাপিত হলে জনবল আরো বাড়ানো হবে।