ক্রীড়া ডেস্ক : আর মাত্র ৬ দিন পরেই পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচাইতে বড় আসরের। খেলা শুরুর আগেই কাগজে কলমে চলছে নানা হিসেব নিকেশ। তবে যুক্তরাষ্ট্রের গ্রেসনেট অনেক পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছে এবার বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল।
ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সব দলের শক্তিমত্তা বিচার করে শেষ পর্যন্ত এ ফলাফল তারা পেয়েছে। ফাইনাল হবে ব্রাজিল বনাম স্পেনে মধ্যে। স্পেনকে পরাজিত করে হেক্সা পূরণ করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেকাওরা।
গ্রেসনেটের ফলাফল মিলে যেতেও পারে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ব্রাজিল দলকে ধরা হচ্ছে হট ফেভারিট হিসেবে। রক্ষণ-মাঝমাঠ-আক্রমণ ভাগ, সব বিভাগেই রয়েছে বিশ্বসেরা ফুটবলার। নেইমার-জেসুস-কৌতিনহোকে নেতৃত্ব দেবে ব্রাজিলের আক্রমণ ভাগকে।
সব খবর/ ঢাকা/ ৮ জুন/ ২০১৮/ লিটন