উন্নয়ন মেলা নিয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার বিষয়ে অবহিতকরণের জন্য স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম।

বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার শাখার উপ-সচিব আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাবুল মিয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতির  সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি, সাফল্য, পুরস্কার সম্পর্কিত প্রচারণা, রূপকল্প ২০২১ ও ২০৪১ এ উন্নত বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং সরকারের অর্জন ও উন্নয়ন পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা প্রশাসন এ উন্নয়ন মেলার আয়োজন করবে। চলতি মাসের ১১, ১২ ও ১৩ জানুয়ারী- ৩দিন ব্যাপী এ উন্নয়ন মেলাতে সরকারের বিভিন্ন দপ্তর ও বেরকারী প্রতিষ্ঠানের প্রায় ১০০ টি স্টল অংশগ্রহণ করবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জানুয়ারি ২০১৮/ সোহেল/ লিটন