আজমত উল্লা খানকে শোকজের সিদ্ধান্ত ইসির

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পাওয়া মো. আজমত উল্লা খানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন তার ব্যাখ্যা নির্বাচন ভবনে এসে দিতে হবে।

রোববার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান।

মনোনয়নপত্র দাখিলের সময় মো. আজমত উল্লা খানের শোডাউনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে ইসির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। আজমত উল্লা সাহেবকে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে যে, কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে। কমিশনে এসে তাকে ব্যাখ্যা দিতে হবে। তিনি যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন…।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছেন, মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সেগুলোর বাছাই চলছে।

মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।