স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় বসানো এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। এখন দেশের সবচেয়ে বড় সংকট দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। এসব বিষয় বাদ দিয়ে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র হবে না।
তিনি শুক্রবার বাদজুমা মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারতকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকু, ড্যাবের সাধারণ সম্পাদক জেড এম জাহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি জামিলুর রশীদ খান, দেলোয়ার পুত্র আব্দুল হামিদ ডাবলু, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, এই নির্বাচনের অর্থ হচ্ছে আওয়ামীলীগকে আরো পোক্ত করা। তাই এধরনের নির্বাচনের প্রতি জনগনের সমর্থন থাকবেনা। দেশে এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। তাই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে বিএনপি কোন ধরনের নির্বাচনে অংশ নেবেনা।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৬ মার্চ ২০১৮/ লিটন