৪ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যাত্রা ‍শুরু

প্রযুক্তি ডেস্ক: আগামী ৪ মে যাত্রা শুরু করবে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বুধবার সকালে এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছিল গত ১৬ ডিসেম্বর ২০১৬ থেকেই। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৪ মে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্যের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।

জানা গেছে, রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ (অরবিটাল স্লট) কেনা হয়েছে। মহাকাশের ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমায় প্রায় ২১৯ কোটি টাকায় ১৫ বছরের জন্য এই কক্ষপথ কিনেছে সরকার।

এদিকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় দুটি গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সব খবর/ ঢাকা/ ১১ এপ্রিল ২০১৮/ লিটন