স্বায়ত্তশাসন পেতে যাচ্ছে মিন্দানাওয়ের মুসলিমরা

>ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মরো মুসলমানদের স্বায়ত্তশাসনই বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে সম্প্রতি সেখানে গণভোট নেয়া হয়েছিল। বেসরকারি কিছু ফলাফলে বলা হচ্ছে, সেখানে হ্যাঁ ভোট জয়ী হতে যাচ্ছে। এর ফলে সেখানে ব্যাপক স্বায়ত্তশাসন প্রদানে একটি আইন প্রণয়ন করা যাবে।
গত সোমবার ম্যাগুইন্দানাও, ল্যানাও ডেল সুর প্রদেশ, দ্বীপ প্রদেশ ব্যাসিলান, টাভিটাভি ও সুলুতে ভোট নেয়া হয়। এ ছাড়া কোটাবাটো ও ইসাবেলাতেও ভোট নেয়া হয়েছিল। প্রথম পাঁচটি প্রদেশ স্বশাসিত ও মুসলিমপ্রধান অঞ্চল মিন্দানাওয়ে (এআরএমএম) অবস্থিত। আর বাকি দু’টি শহর এর বাইরে অবস্থিত। আজ শুক্রবার সেখানে গণভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে পারে।
গণভোটে ভোটারদের প্রতি প্রশ্ন রাখা হয়েছিল, তারা কি বাংসামোরো অর্গানিক ল (বিওএল) অনুসারে এআরএমএমকে নতুন বাংসামোরো অটোনোমাস রিজিয়ন ইন মুসলিম মিন্দানাওয়ের (বিএআরএমএম) পরিবর্তন চান কি না। যদি এ বিলটি অনুমোদন লাভ করে তাহলে বিএআরএমএম গঠিত হবে।
কোটাবাটো শহরের গণভোট কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী, ওই শহরের ভোট গণনা শেষ হয়েছে। এ ক্ষেত্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৬ হাজার ৬৮২টি, ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি। এ ভোটের প্রচারণা চলার সময় কোটাবাটো ও ইসাবেলাকে খুবই গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল। ভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে এ দু’টি শহরও বিএআরএমএমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সঙ্ঘাতের আশঙ্কায় কোটাবাটো শহরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ থাকলেও সেখানকার লোকেরা বেসরকারি ফলের খবরেই উল্লাস করতে শুরু করেছে।
অন্যদিকে মরো ইসলামিক ফ্রন্টের (এমআইএলএফ) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ম্যাগুইন্দানাও প্রদেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ছয় লাখ আট হাজার। যেখানে ‘না’ ভোটের সংখ্যা মাত্র ৯ হাজার। ল্যানাও ডেল সুর প্রদেশের রাজধানী মারাভিতেও ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বাংসামোরো অর্গানিক ল (বিওএল) নামের আইনটিতে গত বছরের জুলাইয়ে সই করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। নতুন আইনটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মুসলমানদের আইনি ও অর্থনৈতিক সুযোগ-সুবিধা বাড়বে। পাশাপাশি পাশের দ্বীপপুঞ্জে বিদ্যমান স্বশাসিত অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি সুবিধা সংবলিত স্বায়ত্তশাসন দেয়া হবে। সূত্র: আনাদোলু।