সোমবার থেকে খুলছে অফিস আদালত

ডেস্ক রিপোর্ট : সোমবার থেকেই খুলছে সব সরকারি অফিস। আবারো সরগরম হয়ে উঠবে অফিস আদালত।

ঈদুল ফিতরের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল শেষ অফিস। অফিস করেই অনেকে ওইদিনই চলে যান নিজ জেলায়, নিজ গ্রামে। পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই ছুটে যাওয়া।

এবার ঈদের ছুটি ছিল মোট তিনদিন। এরমধ্যে দুদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ঈদের ছুটি বলতে শুধু রোববার একদিনই পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

বরাবরই ঈদুল ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১‌৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে ১৭ জুন রোববার অনুষ্ঠিত হত তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ১৮ জুন সোমবার বাড়তি আরও একদিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন।

সব খবর/ ঢাকা/ ১৭ জুন ২০১৮/ লিটন