সংবিধানের আলোকেই নির্বাচন হবে- দিনাজপুরে এরশাদ

মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ তত্বাবধায়ক সরকার আমাদের প্রতি কোন সুবিচার করেনি। তাই তত্বাবধায়ক সরকার আমরা বিশ্বাস করিনা।

শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, প্রার্থী  যেই হোক, ভোট চাই লাঙ্গলে। বর্তমানে পুলিশের চাকুরী নিতে ১৬ লক্ষ, পিয়নের চাকুরী ১০ লক্ষ আর মাষ্টারির চাকুরী নিতে ২৫ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। বিএনপি আওয়ামী লীগ ১৪ বছর দেশ শাসন করে ব্যর্থ হয়েছে। তাই আগামী নির্বাচনে তিনি সকলকে লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী গোলাম মোঃ কাদের , জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহম্মেদ শফি রুবেল ও দিনাজপুর জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক, বীরগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও জাতীয় পাটির দলীয় মনোয়ন প্রত্যাশি মোঃ শাহিনুর ইসলাম সহ জাতীয় পাটির নেতা কর্মী ‍উপস্থিত ছিলেন।

পথ সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা  জাতীয় পার্টির সভাপতি নিজামুদ্দৌলা মতি।

সব খবর/ দিনাজপুর/ ৩ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন