শিবালয়ে তহশীলদারের বিরুদ্ধে ঘুষ দূর্ণীতির অভিযোগ

বিশেষ প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আলতাফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ উঠেছে।

তহশীলদারের দুর্নীতির বিরুদ্ধে পুন:তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

গত মার্চ মাসের ১৮ তারিখে ওই তহশীলদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি।

তিনি শিবালয় উপজেলার সারাশিন গ্রামের মৃত দবির উদ্দিন ওরফে সহিম উদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, স্বত্ব দখলীয় জমির নামজারি জমাভাগের জন্য ওই তহশীলদার তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে। তহশীলদারের চাপে তিনি ১০ হাজার টাকা দিতে বাধ্য হন। পরবর্তীতে বাকি টাকা না দেওয়ায় তহশীলদার জমির সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার জমিটি খারিজ করে দেওয়া হয়নি। বৈধ কাগজপত্র না থাকার পরও টাকার বিনিময়ে ওই তহশীলদার বিভিন্ন জমির খারিজ করে দিচ্ছেন। তিনি ১১৯৬ ও ১৭১২ নাম্বারের দুটি কেস অবৈধ কাগজপত্র দিয়ে খারিজ করে দিয়েছেন। অবৈধভাবে ঘুষ দাবি করার কারণে তিনি ওই তহশীলদারের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ জুন জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফর রহমান শিবালয় ভূমি কর্মকর্তার কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে বসে সকল কথা শুনেন। তখন এডিসি ওই তহশীলদারকে ঘুষ দাবির জন্য অনেক ভৎসনা করেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরবর্তীতে এডিসির বদলী হয়ে যাবার পর বিষয়টি ওই ভাবেই রয়ে যায়। বিষয়টি পুনরায় তদন্তের জন্য তিনি চলতি বছরের মার্চ মাসের ১৯ তারিখে জেলা প্রশাসকের কাছে আবেদন দেয়।

অভিযুক্ত তহশীলদার আলতাফ হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৩ মে ২০১৮/ লিটন