রুদ্রসুর

লিমা ইসলাম লিপু

দুখী সব করে রব
সত্যিকার অর্থে,
প্রতিক্ষণ কাঁদে মন
অন্ধকার মর্তে।

কষ্টবাক দিচ্ছে ডাক
খুলে দোর-পাল্লা,
তুলে হাত নিশিরাত
মুখে জোর ‘আল্লাহ’।

ভ্রষ্টাভিড় মারে তীর
বাজে সুর তূর্যে,
রুদ্রবীণ দিশাহীন
খোঁজে নূর সূর্যে।

ধরে হাল তুলে পাল
একসারি মাল্লা,
মাপে পাপ, মাপে তাপ
নেক দাঁড়িপাল্লা।