যুব উন্নয়নের নিবন্ধন পেলো ‘জাগো বাংলা’

স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন “জাগো বাংলা ইয়ুথ সোসাইটি” যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সভাপতি,যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বি.এম খোরশেদের হাতে এ নিবন্ধন সনদ তুলে দেন মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো:আবুল হোসেন।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাগো বাংলা ইয়ুথ সোসাইটি গত বছরের জানুয়ারি মাসে ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি যৌতুক,বাল্য বিয়ে,মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী নানা কমসূচি পালন করে আসছে। এছাড়া যুবকদের স্বাবলম্বী করতে মৎস্য ও হাঁস মুরগী পালন প্রশিক্ষণের ব্যবস্থা করা,নারী শিক্ষা প্রসারে কর্মশালা,বনার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপণ,শীত বস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে সংগঠনটি।

জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সভাপতি বি.এম খোরশেদ জানান,যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় সামাজিক ও যুব উন্নয়নমূলক কাজে সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে।আগামীতে সংগঠনের কাজের গতি আরো বাড়বে।

সব খবর/ মানিকগঞ্জ/১ মার্চ ২০১৮/সোহেল