মিয়ানমারের ৭ সেনার কারাদন্ড

বিদেশ ডেস্ক : ১০ রোহিঙ্গা মুসলমানকে হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে সাত সেনা সদস্যকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার। বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর রোহিঙ্গা হত্যা করায় এই সেনাদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে রোহিঙ্গা উচ্ছেদ অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাবাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বারবার অভিযোগ করে আসছে, মিয়ানমারের সেনারা সরাসরি রোহিঙ্গাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া ও তাদের হত্যায় জড়িত। তবে মিয়ানমার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

বুধবার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও জড়িত থাকায়’ সেনাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরুর পর এবারই প্রথম সেনাবাহিনী হত্যাকাণ্ডে সেনাদের জড়িত থাকার কথা স্বীকার করলো।

সব খবর/ ঢাকা/ ১১ এপ্রিল ২০১৮/ লিটন