মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাবার বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা  মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার অর্থায়নে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিসিএস শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক মোল্লা, সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখাসহ সাংবাদিক, ডাক্তার, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের বিভাগীয় প্রতিনিধি আকবর আলী স্বাগত বক্তব্যে বলেন, (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোনো ব্যক্তি কোনো প্রকার মাতৃদুগ্ধ বিকল্প, শিশু, খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদি আমদানি, স্থানীয়ভাবে উৎপাদন, বিপণন, বিক্রয় কিংবা বিতরণ করতে পারবে না। সে ক্ষেত্রে আইনানুসারে বিভিন্ন মেয়াদের জেল জরিমানাও বিধান রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জাতি গঠনের ক্ষেত্রে শিশুদের দিকে নজর দিতে হবে। তাই মাতৃদুগ্ধের বিকল্প নেই। মাতৃদুগ্ধের প্রতি জোর দিতে হবে। এ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে মাদের এ ব্যাপারে সম্যক ধারণা দিতে হবে। এতে করে শিশুরা বিকশিত হবে। শিশুদের পুষ্টির দিকে নজর দিতে হবে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৬ এপ্রিল ২০১৮/ লিটন