ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

মান নিয়ে প্রশ্ন উঠায় স্থগিত হওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি ইতিমধ্যেই জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকের কাছে পৌঁছেছে। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস জানান, আমাদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। সেখানে বলা আছে, ৯ ফেব্রুয়ারি স্থগিত হওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গঠিত স্বাস্থ্য অধিদফতরের গঠন করা কমিটির প্রতিবেদন বুধবার মহাপরিচালকের কাছে জমা দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসতে পারে। তবে তদন্তের একটি অংশ এখনও বাকি রয়েছে।

বাতিল ভিটামিন এ ক্যাপসুলগুলোর মান নির্ণয়ে পরীক্ষা চলছে ড্রাগ টেস্টিং ল্যাবে। সেই ল্যাব রিপোর্ট সম্পন্ন হলে পরে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব রিপোর্টের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।