বল টেম্পারিং নিয়ে পাপনের হুশিয়ারি

খেলাধুলা: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কাণ্ড বিশ্বের সব ক্রিকেট বোর্ডকে সতর্ক বার্তা পৌছে দিয়েছে। আর তাই তো সকল বোর্ডগুলোও নড়েচড়ে বসেছে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাই তো এ নিয়ে মুখ খুলেছেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি।

গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া ক্রিকেটের উদ্বোধন করতে গিয়ে পাপন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া যে শাস্তি দিয়েছে, সেটা ঠিকই আছে। তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শাস্তির মাত্রা মনে হয় ঠিকই আছে।  এ বিষয়ে বিসিবি সভাপতির বক্তব্য, আইসিসি যে শাস্তি দিয়েছে, আমার মনে হয় তা কম হয়ে গেছে।

বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি অমন কাজের সাথে জড়িয়ে পড়েন, তার কি হবে? এমন প্রশ্নের জবাবে পাপন নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে বলেন, তার জন্য শাস্তি হবে ভয়াবহ আর কঠিন। তাকে আরও বড় শাস্তি ভোগ করতে হবে।

পাপন আরও জানান, এই বল টেম্পারিং ইস্যুতে আইসিসির শাস্তি নিয়ে তিনি আইসিসির পরবর্তী সভায় আলোচনা করবেন এবং শাস্তির মাত্রা বাড়ানোর প্রস্তাব দেবেন।

সব খবর / ঢাকা / ৩০ মার্চ ২০১৮ / আসাদ