বর্ষসেরা ক্রীড়াবিদ বাকী, পপুলার চয়েজ তামিম

১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানে ২০১৮ সালের সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শুটার আব্দুল্লাহ হেল বাকী হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। ক্রিকেটার তামিম ইকবাল পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:
বর্ষসেরা ক্রীড়াবিদ: আব্দুল্লাহ হেল বাকী (শুটার)। এ ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন তিনজন মুশফিকুর রহীম (ক্রিকেটার), রুমানা আহমেদ (ক্রিকেটার) ও আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: তামিম ইকবাল (ক্রিকেটার)। এ ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন চারজন-রুমানা আহমেদ (ক্রিকেটার), তামিম ইকবাল (ক্রিকেটার), মুশফিকুর রহীম (ক্রিকেটার) ও আব্দুল্লাহ হেল বাকী (শ্যুটার)।

বর্ষসেরা ক্রিকেটার: মুশফিকুর রহীম, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: শাপলা আক্তার, বর্ষসেরা শ্যুটার: আব্দুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ: সিরাত জাহান স্বপ্না (ফুটবলার), মেহেদী হাসান আলভী (টেনিস খেলোয়াড়), বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (ফুটবল), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব: ফজলুল ইসলাম (হকি কোচ) ও মনসুর আলী (সংগঠক)।

বিশেষ সম্মাননা: নাজমুন নাহার বিউটি (সাবেক অ্যাথলেট), বর্ষসেরা সংগঠক: নাজমুল হাসান পাপন (এসিসি ও বিসিবি সভাপতি) এবং বর্ষসেরা পৃষ্ঠপোষক: বসুন্ধরা গ্রুপ।