বনের হরিণ লালমোহনের লোকালয়ে

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলায় গভীর বন থেকে লোকালয়ে চলে এসেছে একটি হরিণ। জেলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাদশা মিয়ার চর থেকে ওই হরিণটি উদ্ধার করে জেলেরা।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এটি উদ্ধার হয়। পরে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম মৌলভীর সহযোগিতায় মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির কাছে হরিণটি হস্তান্তর করা হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ফাঁড়ি থেকে হরিণটি তাদের জিম্মায় নেয়।

এব্যাপারে উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আশিষ কুমার জানান, লোকালয় থেকে হরিণটি জেলেরা উদ্ধার করে। পরে খবর পেয়ে আমাদের বন বিভাগের লোকজন গিয়ে হরিণটি আমাদের জিম্মায় নিয়ে আসে। অবহাওয়া খারাপ হওয়ার কারণে হরিণটি অবমুক্ত করা সম্ভব হয়নি। তবে শুক্রবার গভীর বনে হরিণটি অবমুক্ত করা হবে।
চট্টলানিউজ/এসআর