দেশে ফিরলেন ৫৩৯৫৬ হাজি

পবিত্র হজ পালন শেষ করে বৃহস্পতিবার (৪ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৯৫৬ জন হাজি।

আজ শুক্রবার (৫ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫২টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে ৮ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানায়, সৌদি আরবে হজ করতে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৭ জন। মক্কায় ইন্তেকাল করেছেন ১৯ জন, মদিনায় চারজন এবং জেদ্দায় দুইজন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।