দুই প্রোভিসিসহ বিএসএমএমইউ’র চার কর্মকর্তা অবরুদ্ধ

দুই সহ-উপাচার্যসহ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চার কর্মকর্তা। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেল তিনটা থেকে সহ-উপাচার্যের কক্ষে তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘সম্ভবত চাকরি প্রত্যাশীরা তাদের অবরুদ্ধ করে রেখেছেন।’

এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় ২০০ জন চিকিৎসকের নিয়োগ স্থগিত করা হয়েছে। এই নিয়োগ স্থগিত করার কারণে তারা ক্ষুব্ধ হয়ে অবরুদ্ধের ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।