জৌনপুরের মেঝ হযরতের ইন্তেকালে, চরফ্যাশনে শোকেরছায়া

মনির আসলামী, চরফ্যাশন : শতাব্দী কাঁপানো ব্যক্তিত্ব নিয়ে যাঁরা আবির্ভূত হন, যাঁরা গণমানুষকে মুগ্ধ করেন আখলাক ও আদর্শ দিয়ে সে কালজয়ী মহাপুরুষ হাদিয়ে বাঙ্গাল শাহ্ কারামত আলী জৌনপুরী (রঃ) তাঁর বংশের যোগ্য উত্তরসূরি উজ্জ্বল নক্ষত্র, জৌনপুরের মেঝ হযরত আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইয়্যেদাইন আহমেদ সিদ্দিকী ছাহেব ভারতের উত্তর প্রদেশ রাজধানী লক্ষ্মৌর একটি হাসপাতালে সকলকে শোক সাগরে ভাসিয়ে মাহবুবের ডাকে সারা দিয়ে রফীকে আ’লার কাছে চলে যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এই মহান সাধকের ইন্তেকালে চরফ্যাশনে সকল স্তরের মানুষের মাঝে শোকেরছায়া নেমে আসে। খবরটি শুনেই যারযার মত নিশ্চিত হতে যোগাযোগ করেন, চরফ্যাশন হযরতের সবচেয়ে কাছের মানুষ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিন বলেন, খবরটি শুনেই যেখানে কল দেই, সেখানে কান্নার শব্দ। আমি ও আমরা হারিয়েছি আমাদের পরম প্রদ্ধেয় অভিভাবকে।

মহান রাব্বুল আলামিন হযরতকে জান্নাতের আলা মাকাম দান করুন। এবং আমাদেরকে এই শোক সইবার তৌফিক দান করুন। আমিন।