চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে নুরুল আমিনের যোগদান

চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করেছেন মাওলানা মুহাম্মদ নুরুল আমিন।

আজ রোববার মাদ্রাসা গভনিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. মামুন আল ফারুক’র হাতে যোগদান পত্র প্রদান পূর্বক তিনি এ পদে যোগদান করেন। যোগদানের পর নুরুল আমিন অধ্যক্ষের কক্ষে পৌঁছালে তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন সহকর্মী সাংবাদিক ইয়াছিন আরাফাত, এম আমির হোসেন, মিজান নয়ন, কামাল মিয়াজী, জামাল মোল্লা, শাহাবুদ্দিন সিকদার, মাইন উদ্দিন জমাদার, লোকমান হোসেন, কামরুল সিকদার, নুরুল্যা ভুইয়া, শোহেব চৌধুরী প্রমুখ।

নতুন অধ্যক্ষ নুরুল আমিন ১৯৯৮ সনে অত্র মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করে। ২০১০ সনে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ পদে যোগ দানের পূর্বপর্যন্ত এ পদে ছিলেন।

অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় মাওলানা নুরুল আমিন, স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে নতুন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আমিনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মাঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ কার্যকরী কমিটির সদস্যরা। পাশাপাশি মাদ্রাসাটির অধ্যক্ষ পদে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগে সহায়তার জন্য জমিয়ত নেতৃবৃন্দ স্থানীয় এমপি, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলা শাখার নেতৃবৃন্দরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও নয়া অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী , সহকর্মী এবং শুভাকাঙ্খীরা।

মাওলানা নুরুল আমিন শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রেখে জনকল্যাণে কাজ করছেন। তার পিতা মাওলানা নুরুল ইসলাম ১৯৬২সন থেকে ২০০০সন পর্যন্ত সুনামের সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গেছেন।

অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন জানান, পিতার মতো তিনিও প্রতিষ্ঠান এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। একাজে তিনি স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক এবং সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।