চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্বাস সম্পাদক ফরিদ

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ জয়ী হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওমর কায়সার। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে ২৩০ সদস্যের মধ্যে ২১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে এটিএন বাংলার ব্যুরো প্রধান আলী আব্বাস ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের সাহিত্য সম্পাদক এজাজ ইউসুফী পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ পেয়েছেন ১২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাস পেয়েছেন ৮৬ ভোট।

এছাড়া, সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ১৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসিফ সিরাজ পেয়েছেন ৮১ ভোট।

সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীয় দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত পেয়েছেন ৭৮ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক আজাদীর ক্রীড়া প্রতিবেদক নজরুল ইসলাম ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ পেয়েছেন ৮১ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের দেবদুলাল ভৌমিক ভোট পেয়ে ১১৪ জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের তৌফিকুল ইসলাম বাবর পেয়েছেন ১০২ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের দেবাশীষ বড়ুয়া দেবু পেয়েছেন ১২৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের রুবেল খান ৯২ ভোট পেয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম পেয়েছেন ৬০ ভোট।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মো. আইয়ুব আলী ১৪১ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বকোণের রোকসারুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজটুয়েন্টিফোর.কমের ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী ১০৯ ভোট পেয়েছন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নতুন সময়ের ব্যুরো ইনচার্জ পেয়েছেন ১০২ ভোট। এছাড়া কার্যকরী সদস্য পদে ম শামসুল ইসলাম ১১৯ ভোট, স ম ইব্রাহীম ১০৪ ভোট, মোহাম্মদ আলী ৮৯ ভোট এবং কাজী আবুল মনসুর ৮৪ ভোট পেয়ে জিতেছেন।