চট্টগ্রামে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার নাম মো. আলমগীর। বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সংবাদ সম্মেলনে তাঁর গ্রেপ্তারের কথা জানান।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিউদ্দিন সোহেল বলেন, গতকাল বুধবার জেলার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার একটি বাসা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। ‘পদ্মা সেতুর জন্য ছেলেধরা হচ্ছে’—চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানে গানে ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। এতে ছেলে-মেয়েদের স্কুলে না পাঠানোর জন্য বলা হয়। আলমগীরের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করেছে পুলিশ।

এদিকে আজ বিকেলে গ্রেপ্তার আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুস্মিতা আহমেদ শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, গুজব ছড়িয়ে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আলমগীর গান গেয়ে তা ছড়িয়ে দেন। এর নেপথ্যে কে বা কারা আছেন, তাদের শনাক্ত করা প্রয়োজন। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।