ঘরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চান গলফার সিদ্দিকুর

বুধবার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। বাংলাদেশে এটি এশিয়ান ট্যুরের পঞ্চম আসর। ২২ দেশের ১৪৬ জন গলফার অংশ নিচ্ছেন এবারের আসরে।

ঘরের কোর্সের এই টুর্নামেন্ট ঘিরে সবার চোখ থাকবে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের দিকে। সিদ্দিকুর নিজেও আশাবাদী ঘরের কোর্সে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।

মঙ্গলবার সিদ্দিকুর রহমান বলেছেন, ‘আমি খুবই আনন্দিত যে, পঞ্চমবারের মতো বাংলাদেশে হতে যাচ্ছে এশিয়ান ট্যুর বঙ্গবন্ধু কাপ। এটা কেবল আমার জন্যই নয়, বাংলাদেশের গলফারদের জন্য বড় একটা বিষয়।’

কার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন এবার? এমন প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেছেন, ‘গলফটা এমন যে নির্দিষ্ট করে কাউকে বলা যায় না যে, কে চ্যাম্পিয়ন হবেন। আমরা যারা খেলছি তারা সবাই কিন্তু ওই মানের খেলোয়াড়। দেখা যাবে যে এ সপ্তাহটা যার ফিল্ডটা অন থাকবে আসলে সেই চ্যাম্পিয়ন হবে।’

নিজের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে সিদ্দিকুর রহমান বলেছেন, ‘আমার প্রস্তুতি ভালো হয়েছে। দুই সপ্তাহ মালয়েশিয়ায় খেলে আসলাম। ওখানে আমি ভালো করেছি। এখন আমার হোম গ্রাউন্ডে খেলা। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি। আমি আশাবাদী এবার ট্রফিটা জিততে পারবো ইনশাল্লাহ।’