খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে যৌথবাহিনীর এক অভিযানে সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদসহ গোপন দলিলপত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজি রোধকল্পে চলমান অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ভোরে জেলার দীঘিনালা উপজেলার শিববাড়ী এলাকার কালাপাহাড় নামক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়।

এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পান। ঘটনার সময় সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীঘিনালা উপজেলার শিববাড়ী এলাকার কালাপাহাড় নামক স্থানের একটি পরিত্যক্ত বাড়ীতে হানা একটি একনলা বন্দুক, কিছু গান পাউডার, ফায়ারকৃত বুলেটের প্রজেক্টাইল, রান্না করার জিনিসপত্র ও কিছু নথিপত্র উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে এ গোপন আস্তানা থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপ প্রায় ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি চালাতো। অভিযান শেষে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত গোপন আস্তানাটি ভেঙ্গে দেয়।