কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আনোয়ার হোসেন, কুয়েত : বিনম্র   শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়ান শেষে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে মাতৃভাষা দিবসের ওপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস (কুয়েত) এর কাউন্সিলর (শ্রম) যুগ্ম সচিব আব্দুল লতিফ খান।

অনুষ্ঠানে আনিসুজ্জামান খানের সঞ্চালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান, প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন প্রথম সচিব জহিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করেন মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের প্রবাসী বাঙালিরা।

সব খবর/ কুয়েত/ ২১ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন