এন্টিবায়োটিক ঔষধ খাওয়ার আগে ভাবুন

সব খবর ডেস্ক : বিশ্বে প্রতি বছরে ৭০,০০০ লোক মৃত্যূবরণ করে রেজিষ্ট্যান্স বা আ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবানুর মাধ্যমে। অসুস্থ ব্যক্তি কোর্স শেষ না করলে রোগীর দেহে জীবানু থেকে যায়। এই জীবানু যেকোন ভাবে অন্যদের দেহে প্রবেশ করতে পারে।

ওই ব্যক্তিকে তখন আর  একই এন্টিবায়োটিক দেয়া যায় না। তাকে অন্য এন্টিবায়োটিক দিতে হয়। তার শরীরে অন্য এন্টিবায়োটিক সহসা কাজ করবে না। আগে সম্পূর্ন খেলে পড়ে কাজ হতো। কম মাত্রার এন্টিবায়োটিক ঔষধ এখন আর কাজ করছে না।

তাই ডাক্তারদের উচ্চমাত্রার এন্টিবায়োটিক দিতে হয় । ইহা বড়ই দু:সংবাদ। এন্টিবায়োটিকের অপব্যবহারের শিকার হচ্ছেন গরিব মানুষরা বেশি ।

এমন অনেক ডাক্তার আছেন যারা কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এন্টিবায়োটিক ঔষধ লিখে দেন। রোগীর ক্ষতিকর দিকটা মোটেই ভাবছেন না এবং যার ফলে দিন দিন বাড়ছে মৃত্যুর ঝুঁকি।