আল নুর মসজিদে জুমা পড়লেন বেঁচে যাওয়া সেই ফরিদ

ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি নিহত হলেও বেঁচে গিয়েছেলেন হুইল চেয়ারে করে নামাজ পড়তে আসা ফরিদ আহমেদ। গতকাল শুক্রবার ভয়াবহ প্রাণঘাতী হামলার সাক্ষী সেই আল নুর মসজিদে তিনি জুমা পড়তে আসেন। নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন।

গত ১৫ মার্চের ওই হামলায় ঘাতকের গুলিতে তার স্ত্রী হোসনে আরা পারভীন (৪০) নিহত হন। মসজিদের পাশেই দাফন করা হয়েছে তাকে। পঙ্গু স্বামীকে খুঁজতে গিয়ে গোলাপগঞ্জের পারভীন এলোপাতাড়ি গুলিতে নিহত হন।

সিফা আহমদ নামে তাদের ১৪ বছরের এক কন্যা রয়েছে। গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামের নূর উদ্দিনের মেয়ে পারভীন। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। ১৯৯৪ সালে তিনি স্বামীর সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান। ইতিমধ্যে হত্যাকারী জঙ্গির বিরুদ্ধে ৫০টি খুনের মামলা করা হয়েছে। তার মানসিক স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছেন বিচারক।