ভোলা প্রতিনিধি: স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৮দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৫ ফেব্রুয়ারি ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ভোলা জেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ এর ভোলা জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওঃ কামাল মাহমুদ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ভোলা সদর শাখার নেতা অধ্যক্ষ হারুন অর রশীদ ও স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর নেত্রী রুবিনা আক্তার। এসময় ভোলা জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।