৭৪২ শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার ৩০ কোটি টাকা হস্তান্তর

ঢাকা অফিস: “মুজিব বর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি” প্রতিপাধ্যকে সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭ শত ৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ০৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় করেছে।

স্বল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে যেয়ে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।
শুক্রবার ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন। গত মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে ৭ শত ৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধার ৩০ কোটি ০৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে । ইএফটির মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই উল্লেখিত শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।

শত সীমাবদ্ধতা ও সংকটের মধ্যেও করোনাকালীণ এই মহাদুর্যোগের মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের উক্ত কাজে শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশি’র মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরাও সর্বোচ্চ সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ ছাড়াও ১৩ জুলাই ২০২১ তারিখে ১১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করা হয়।

উল্লেখ করোনাকালীণ সময়ে ২০২০ সালের মার্চ মাস থেকে ০২ সেপ্টেম্বর ২০২১ ইং পর্যন্ত ১২ হাজার ৭ শত ৪৮ জন শিক্ষক কর্মচারীকে কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনার মহাদুর্যোগে কঠিন লকডাউনের মধ্যেও রাষ্ট্রিয় জন গুরুত্বপূর্ণ বিবেচনায় কোরবানির ঈদের পুর্বেও উল্লেখযোগ্য সংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়।
চট্টলানিউজ/এনএ