৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭১২

দেশে সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ নেত্রকোনা ও বরগুনা থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১২ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫১৩ জন।

তবে বেসরকারি হিসেবে এটি কয়েক গুণ। এছাড়া সরকারি হিসেবে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর নিশ্চিত করা হলেও বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে মৃতের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ঢাকার বাইরে ৩৪৬৪জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে।