২১ বছরে এবারই প্রথম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি ফেরদৌস ও পূর্ণিমা। চলচ্চিত্রে জুটি হয়ে কাজের প্রায় একুশ বছর পার করছেন তারা। দীর্ঘ এ ক্যারিয়ারের একসঙ্গে সিনেমাতে অভিনয় ও মঞ্চে পারফর্ম করতে দেখা গেলেও দেখা যায়নি কোন বিজ্ঞাপনে। এবারই প্রথম কোন বিজ্ঞাপনের জুটি হচ্ছেন তারা। সম্প্রতি একটি উদ্যোক্তা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ তুই অভিনয়শিল্পী। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

আগামী ২৬ মে ঢাকা এবং ২৯ মে চট্টগ্রামে বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ হবে বলে জানান পরিচালক। একই পরিচালকের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে একটি ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন ফেরদৌস-পূর্ণিমা।

ফেরদৌস ও পূর্ণিমা প্রথম সিনেমার নাম ছিল ‘মধু পূর্ণিমা’। এরপর রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’ আলমগীর কুমকুমের ‘জীবন চাবি’, আশরাফ উদ্দিন উজ্জ্বলের ‘দুর্ধর্ষ সম্রাট’, মতিন রহমানের ‘রাক্ষুসী’, দেবাশীষ বিশ্বাসের ‘শুভ বিবাহ’ অভিনয় করেছেন।