শাহীদুজ্জামান শাহীন : মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের বাসিন্দা মো: আওয়াল মোল্লা (৫৫) দশ দিন যাবৎ নিখোঁজ আছেন ।
তিনি প্রায় সাত বছর যাবত আশুলিয়া জামগরার প্যারাগন নামক কোম্পানীতে লোর্ড আনলোর্ড কাজ করতেন ।
গত ২১ শে মার্চ, ২০১৮ ইং রাত্রি হতে অনেক খোঁজার পরও তাকে পাওয়া যাচ্ছে না । এমাবস্থায় তার পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় একটি জিডি করেন।
যদি কোন ব্যক্তি তার কোন খোঁজ পান তাহলে (০১৭৪০৩৪৩৬১০) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
সব খবর / মানিকগঞ্জ / ১ এপ্রিল ২০১৮ / আসাদ